মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১২

tukro kotha-9

কাউকেই কোন কিছুতেই ভাললাগা মিলছে না।পথেও নেই পথভ্রষ্টও নই।শান্ত তবু অস্থির আত্মা!অবচেতন মনকে কিছুটা ধরতে পারছি হয়ত তাই হয়ত নিঃসঙ্গতার প্রচ্ছদপট পরিষ্কার জল।মনে হচ্ছে মানুষ তার অতীতকে জীবদ্দশায় কখনো ভূলতে পারে না।আজকের তুমিই কাল অতীত তাই হতাশা নয় মেনে নাও।মানা কঠিন তবুও মানলাম,এই দর্শন কষটদায়ক‌,বেদনাঘন।এটাই সত্য এটাই চিরন্তন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন