তাহাতে আত্মউপলদ্ধি
ছুটেছিলাম সত্যের পেছনে
নষ্ট প্রেমের উপখান রচনাতে নয়
ছোট্ট ভুলেই সৃষ্টি হল
হতাশার দীর্ঘ পথ,অথৈ যন্ত্রণাময়।
না!এটা না পাওয়ার যন্ত্রণা নয়
চরম ব্যর্থতার শিরোনামহীন গ্লানি
কিছুই ছিল না আমার
হারাইলাম তবেই বা কি?
সত্য পথে চলতে চলতে
জনপ্রিয়তার শীর্ষে তখন আমি
সূক্ষ চিন্তার ফোকর গুনে জেনেছি
এটা অহমের চরম পরিণতি।
বুক ফুলিয়ে বলেছি সবে ব্যর্থ আমি নই কখনও
প্রেম যোদ্ধার লড়াকু সৈনিক
অন্তরে তৃপ্তির হালিখেলায় বুঝলাম
প্রাপ্যতা আমার,তপ্ত আমি দাম্ভিক।
শিক্ষা নিলাম অবচেতন পাপের
নিজেকে বাচানোর শপথ নিলাম
নারী মায়াময় মরিচিকার মত
ভূলগুলো থেকে অভিজ্ঞতা পেলাম।
আত্মা তো শক্ত পাপে ধারণকৃত
সত্য কি সেখানে রয়!
বোঝাতে তার পানে
বিরক্ততায় জানলাম নষ্ট চিন্তার পরিনয়।
জানতে গেলাম সত্য ভালবাসা
বুঝল না সে হায়!
শারিরীক প্রেম নোংরামি নামান্তর
কল্পকথা আর বাস্তবতা এক নয়।।
ছুটেছিলাম সত্যের পেছনে
নষ্ট প্রেমের উপখান রচনাতে নয়
ছোট্ট ভুলেই সৃষ্টি হল
হতাশার দীর্ঘ পথ,অথৈ যন্ত্রণাময়।
না!এটা না পাওয়ার যন্ত্রণা নয়
চরম ব্যর্থতার শিরোনামহীন গ্লানি
কিছুই ছিল না আমার
হারাইলাম তবেই বা কি?
সত্য পথে চলতে চলতে
জনপ্রিয়তার শীর্ষে তখন আমি
সূক্ষ চিন্তার ফোকর গুনে জেনেছি
এটা অহমের চরম পরিণতি।
বুক ফুলিয়ে বলেছি সবে ব্যর্থ আমি নই কখনও
প্রেম যোদ্ধার লড়াকু সৈনিক
অন্তরে তৃপ্তির হালিখেলায় বুঝলাম
প্রাপ্যতা আমার,তপ্ত আমি দাম্ভিক।
শিক্ষা নিলাম অবচেতন পাপের
নিজেকে বাচানোর শপথ নিলাম
নারী মায়াময় মরিচিকার মত
ভূলগুলো থেকে অভিজ্ঞতা পেলাম।
আত্মা তো শক্ত পাপে ধারণকৃত
সত্য কি সেখানে রয়!
বোঝাতে তার পানে
বিরক্ততায় জানলাম নষ্ট চিন্তার পরিনয়।
জানতে গেলাম সত্য ভালবাসা
বুঝল না সে হায়!
শারিরীক প্রেম নোংরামি নামান্তর
কল্পকথা আর বাস্তবতা এক নয়।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন