শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১২

পবিত্রতা

                   প্রেম পরম

মানুষের মনের গন্ধ তুমি শুকতে পাও?
কিভাবে পাবে হৃদয়ের পবিত্রতা জান তুমি!
দার্শনিকতার মুখোশে নিজেকে লুকাও?
কিভাবে লুকাবে পরম সত্যের দাবি?

চরম কাপুনিতে জর্জরিত সত্য
মিথ্যার সাথে দ্বন্দ্বে অন্তরে লিপিবদ্ধ
ঠকবে কি ঠকাবে সন্দেহ যেন আকাশে
পরম প্রেম আজ চরমে বাধাপ্রাপ্ত!
 
ছিল তব চোখে আধার নিস্তব্ধতা
অসিলা? খুজে দিয়েছিল স্য়ং বিধাতা
কিছু নিয়েছিলাম কিছু হয়ত একা
অভিমান ছুয়েছে দ্বার হারাইনি তব শ্রদ্ধা।

আজও নিছক এলোমেলো শব্দ কবিতার পাতায়
রমণী প্রেম ঠকায় না তবু দ্বারে খোচা দেয়
কর্মের কমতি,চেষ্টা তো দায়
ঠিক তো সবাই,শুধু ওড়ো পরমের ভালবাসায়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন