সোমবার, ২৯ জানুয়ারী, ২০১৮

প্রকৃতি হও


ময়লা ভেবে ঐ ডাস্টবিনে ছুড়ে দাও
তোমার অনুমান ভাবনাসব
অথবা পুড়িয়ে কয়লা কর
যতসব প্রবৃত্তি খামখেয়ালিপনা অস্থিরতা।

নোংরা করো না আর পথঘাট রাস্তাসব
সুশীলদের হাঠতে দাও নির্বিঘ্নে
কীট নয় কীটনাশকই ভড়কে দেবে
সরে যাও তবে প্রকৃতিকে সাজতে দাও আরামে....প্রক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন