সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮

সোনামনি প্রেম

সোনামনি প্রেম

আমি বলি ভালবাসি
আবার বলি সে কি হায়
কতক দিনের পাগলামি টা
নতুন দিনের গান শোনায়।

 আমি তবু ভালবাসি
ভালবাসি নিরদিধায়
জলে জালের খেপ মেলিয়ে
 শেষ মিলনের অপেক্ষায়।

ভালোবাসা ভালোবাসা
 সপ্তডিঙা তরী বায়
এক কূলের কিনার ছেড়ে
ওপারেতে পাড়ি জমায়।

তবু বলি ভালবাসা
পূবেতে উদয় হয়
মাঝে রোদ্দুর ঘাম ঝরিয়ে
পশচিমে অস্ত যায়।

এ এমন ভালবাসা
আজ আমার বালাম চায়
কাল তোমার অথৈ ফসল
ভালবাসা লুটে নেয়।

অত শত ভাব বুঝি না
সত্য ভালবাসা চাই
আজ তোমার হাত ধরেছি
কাল অন্যের ঠোট চুমাই।
,,,,,,,,,

শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮

চরিত্রহীনা

বুনোহাঁস! পাখায় তার অস্তিত্বের নিশান...
বাজদের লোলুপ দৃষ্টি প্রতিক্ষনে তাকে ছিড়ে খায়
আমি জানি সে যোদ্ধা বটে....
আবার ধারক অতৃপ্ত যোগ সাধনার।

মিথ্যা সে ও এক সত্য
তাই আশা অথবা নিরাশা
আড়ষ্ট আপেক্ষিকতার চাপা হাসিতে....
তাই বলিতে শুনি না হতাশ সে, লম্বা প্যাক প্যাক ঠোট,
বাজপাখিরা তারই আহবানে সাড়া দেয়!

বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮

যাতায়াত

সমস্ত প্রতিভা আমাবস্যার যাত্রীছাউনিতে স্যার
আবার মাথা তুললে আপনিই বলবেন স্বপ্ন তোমাকে ভালই ছুয়েছে।
শাহজান ভূল প্রেমে ভিখারী হয়ে তাজমহল গড়েছিল,
 ইব্রাহীম আদহাম স্রষ্টার প্রেমে রাজমহল ভূলেছিল।

সঠিক ভূল সেও আপেক্ষিক, শূন্য চিন্তার গভীর দৃষ্টিই দেখে।
কোন পূনর্জন্ম নয় অহংকারের কবরেই পুষ্প ফোটে।।