শনিবার, ২৫ মে, ২০১৩

মিশ্রিত অস্তিত্ব

মিশ্রিত অস্তিত্ব

আমি নিস্তব্ধ অবারিত প্রকৃতির সাথে
আমি সপ্নচারি সঙ্কটময় অস্তিত্বের মাঝে
আমি বিদ্যুৎ, ঝলসে দেই মায়ার শেকল
আবার মৃত্তিকা,সমূলে সবার প্রেমের বাধন।

আমি শুনেছি ঝড়ের গর্জন
আমি দেখেছি মেঘের ক্রন্দন
আমি দেখেছি ধোয়ায় দুঃসপ্নের আনাগোনা
আবার হয়েছি জ়ল, নিরবে গড়িয়ে যাওয়া।

আমি চন্দ্র, মিষ্টি করে হাসতে জানি
আমি বাতাস, শীতল করতে জানি
আমি সূর্য, সব আলোকিত করি
আবার ঝঞ্জা, সব ভাঙতে পারি।

আমি দুমূখো মিশ্রিত ভাব বজায় রাখি
আমি অস্তিত্ববাদী মিশ্রন প্রেমের বারি টানি!!!
 

স্বত্তাবিরোধী স্বাধীনতা

স্বত্তাবিরোধী স্বাধীনতা

আরও কত স্বাধীনতা তুমি চাও
আরও কত বেশি মুক্ত হলে তুমি সুস্থ হবে?
তোমার গলায় নেই শেকল বাধনে
তবুও ভিতরের পৃথিবী তোমার স্লোগান তুলছে মুক্তি চাই মুক্তি দাও।

তুমি তো স্ব স্বত্তাতেই মুক্ত...
খোলা পৃথিবী তোমার পারিবার
টাকা হীন চামড়ার থলে,পার্সহীন পকেটময় রাস্তায় ঘোরাঘুরি
উশখ চুলে ময়লা ফেলা কনক্রিটের দেয়ালের পাশে রুগ্ন খাবারের রুক্ষ ডাইনিং!

না এই স্বাধীনতা নয়,তোমার চাই মুক্ত চিন্তার স্বাধীনতা
স্ব-ইচ্ছাতে আপন অস্তিত্বে দোলার স্বাধীনতা
সর্বোচ্চ শারিরীক কসরতে নখ আচরে দেওয়ার স্বাধীনতা
রক্ত ছোটা ঘাম, বিপরীতের পেছনের চুল আকড়ে যেখানে উত্তেজনার নিষ্পত্তি।

প্রবৃত্তির স্বাধীনতায় খুশি তুমি?
কতদিন পারবে স্বাধীন চিত্তে কাঙ্ক্ষিত স্বাধীনতা আকড়ে রাখতে?
একদিন চামড়া ঢিলে হবে, উত্তেজনার আবেশ ফুরাবে
যাওয়ার ডাকে সারি বাধবে তুমিও,নাও স্বাধীনতা!

মুক্ত চিন্তার বাধা নাই, ছিল না......
ভাব একবার,মজাতে আটকে থেক না
রগ ঢিলে হাওয়ার সময়টাতে আস
তারুন্নেরস ছলাকলায় কে ভাবতে চায় এসব!!!

অজ্ঞানের ছরাছরি জগত্ময়, জ্ঞান ছিতকে পরছে সাজরে...
আছে শুধু বক্তার সমাহার, তুচ্ছ অনুভুতির বহিঃপ্রকাশ।
ভুল করেও ভাবি না নাম উঠল কিনা কর্তার খাতায়
শুধু চাই স্বাধীনতা, মুক্ত নোংরামির স্বাধীনতা।।